ভিআইপি মর্যাদা পাচ্ছেন সেই সুধীর!

ভারতের সমর্থক ও শচীন টেন্ডুলকারের ভক্ত সুধীর গৌতমের উপর হামলা হয়েছে বলে মুখোরোচক খবর প্রকাশ করেছে ভারতের বিভিন্ন মিডিয়া। সুধীর নিজে অবশ্য হামলার বিষয়টি অস্বীকার করেছেন। তবে একদল উন্মত্ত বাংলাদেশি সমর্থকদের দেখে তিনি ভয় পান। পরবর্তীতে তারা সুধীরকে ভয় দেখায়। ঘটনা যাই ঘটুক না কেন সরকার বিষয়টিকে সিরিয়াসলি দেখছে। তাই সুধীর গৌতমকে ভিআইপি মর্যাদা দিচ্ছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের সুপার ফ্যান সুধীর।

আজ ভারতের অনুশীলন দেখার সময় তার সঙ্গে দুজন নিরাপত্তা কর্মী ছিলেন। আগামীকাল খেলা দেখার সময়ও তার সঙ্গে চারজন নিরাপত্তা কর্মী থাকবেন।

উইজডেন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে সুধীর বলেন, ‘ওই ঘটনার পর পুলিশ আমার কাছে এসেছিল। আমি কারো বিরুদ্ধে মামলা করতে চাই কিনা জানতে চেয়েছে। আমি তাদের জানিয়ে দিয়েছে যে আমি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে চাই না। বিষয়টি ইতিমধ্যে শেষ হয়েছে। তবে তারা আমার জন্য নিরপাত্তা কর্মী নিয়োগ দিয়েছে। দুজন কর্মী ভারতের অনুশীলন দেখার সময় আমার সঙ্গে ছিল। তারা আমাকে হোটেলে পৌঁছেও দিয়েছে। তৃতীয় ওয়ানডে ম্যাচের দিন আমার সঙ্গে চারজন নিরাপত্তা কর্মী থাকবেন।’

এর আগে সুধীর ছয়বার বাংলাদেশে এসেছিলেন। কিন্তু এমন ঘটনার শিকার আগে হননি। এ বিষয়ে শচীন ভক্ত বলেন, ‘আমি এখানে ২০০৭ এসেছি। ২০১১ বিশ্বকাপের সময়ও এসেছি। ২০১২ সালে শচীন স্যারের ১০০তম সেঞ্চুরি দেখতেও এসেছিলাম। ২০১৪ সালে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তিনবার বাংলাদেশে এসেছি। এবারই প্রথম আমার সঙ্গে এমন কিছু ঘটল।’

তথ্যসূত্র : উইজডেন ইন্ডিয়া



মন্তব্য চালু নেই