ভিআইপিরাই ঈদের সময় যানজট সৃষ্টি করে

প্রতিবছরই যানজটের কারণে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগের ইয়ত্তা থাকে না। শত ভোগান্তি সহ্য করে তবু মানুষ বাড়ির পথে পা বাড়ায়। স্বজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে।

তবে এবছর অন্যান্যবারের চেয়ে এবারের ঈদে যানজটের ভোগান্তি অনেকাংশেই কমে আসবে এবং ঘরমুখো মানুষের যাত্রা আগের যেকোনো সময়ের থেকে স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘ঈদের সময় ভিআইপিদের কারণে যানজটের সৃষ্টি হয়। ভিআইপিরা যখন রং সাইড দিয়ে চলাচল করে তখন কোনোভাবেই যানজট কমানো যায় না।’

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রাস্তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এবারের ঈদে রাস্তার কারণে কোনো যানজট সৃষ্টি হবে না বলেও জানান মন্ত্রী।

তিনি নিজে রং সাইড দিয়ে চলেন না- এমন কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘ঈদে যানজট কমাতে গণমাধ্যমের মাধ্যমে আমি ভিআইপিদের কাছে অনুরোধ করব, যে যত বড় নেতাই হোন, যত প্রভাবশালী মন্ত্রীই হোন, জনস্বার্থে রাইট সাইড দিয়ে চলাচল করুন।’

তিনি বলেন, ‘রাস্তাকে যানজটমুক্ত রাখা এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের উপহার। বর্তমানে রাস্তাঘাট গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো।’



মন্তব্য চালু নেই