ভাসমান অভিবাসী উদ্ধারে কোনো করণীয় নেই

বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজামান খান কামাল বলেছেন- মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার সাগরে ভাসমান অভিবাসীরা বাংলাদেশের জলসীমায় না থাকায় তাদের উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো করণীয় নেই। তবে ওইসব দেশ আমাদের বললে তাদের ফিরিয়ে আনা হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

রোহিঙ্গার সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘কেউ বলেন এ সংখ্যা দুই লাখ, আবার কেউ বলেন তিন লাখ। প্রকৃতপক্ষে পাঁচ লাখ রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার, রাঙ্গামাটিসহ বিভিন্ন জায়গায় স্থায়ী হয়েছে।’

ভাসমান অভিবাসী সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এরা সবাই রোহিঙ্গা। জীবন বাঁচাতে তারা অবৈধ পথে মালয়েশিয়ায় রওনা রয়েছে। যারা বিদেশের জলসীমায় জাহাজে আটকে আছে তারা কয়েক মাস আগেই গেছে। তারা নিদারুন সংগ্রাম করছে। এদের বড় অংশ শিশু ও নারী। এর মধ্যে বাংলাদেশের কিছু যুবকও রয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের দেশ থেকে যারা গেছে তারা মাছ ধরার ট্রলারে উঠে পরে বড় জাহাজে গিয়ে পৌঁছেছে। মানবপাচার বন্ধে মাছ ধরার ট্রলারগুলোকে নজরদারিতে আনা হচ্ছে। এ জন্য সাগরে মাছ ধরা ট্রলারের জেলেদের পরিচয়পত্র দেওয়া হবে।’

অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মানব পাচারে রাজনৈতিক ব্যক্তি ও আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের নাম এসেছে। এসব যাচাই-বাছাই করা হবে। মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সংগঠনের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান।



মন্তব্য চালু নেই