ভাষার মাসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাতক্ষীরা স্টেডিয়ামের প্রধান ফটক উদ্বোধন

১৯৫২ এর ভাষা শহীদ, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে সাতক্ষীরার বীর শহীদ ও স্বাধীনতা অর্জনে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের প্রধান ফটকটির ফলক উন্মোচন ও নবনির্মিত ফটকটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সোমবার বিকালে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ ফটকের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম(বার), সাতক্ষীরার ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরমান হোসেন পিএসসি, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শেখ নিজামউদ্দিন, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা স্কাউটস এর সম্পাদক এম ঈদ্জ্জুামান ইদ্রিস, সদর থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক শেখ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বদরুল ইসলাম খান, যুগ্ন সম্পাদক মো. আহম্মদ আলী সরদার, কোষাধ্যক্ষ সাইদুর রহমান শাহীন, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, মো. আলতাফ হোসেন, শেখ মাসুদ আলী, খন্দকার আরিফ হাসান প্রিন্স প্রমুখ।



মন্তব্য চালু নেই