ভালুকায় সাপ-শিয়ালের লড়াই, অত:পর মৃত্যু

ভালুকায় শিয়াল ও বিষধর গোখরা সাপের লড়াইয়ের পর উভয়ের করুণ পরিনতি মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোর রাতে উপজেলার গোয়ারী গ্রামের মধ্যপাড়ায়।

স্থনীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোস্তফা কামালের বাড়ির পূর্বপাশে বুধবার ভোররাতে শিয়ালের হৈচৈ শুনে বাড়ির লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন, একদল শিয়াল একটি বিষধর সাপের সাথে মরণপন লড়াই করছে। লড়াই করতে করতে এক সময় উভয়ই ক্লান্ত হয়ে পরে।

দীর্ঘ লড়ায়ের পর শিয়াল এবং বিষধর সাপের দেহ আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। সকালে শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে গিয়ে ব্যাতিক্রমী দৃশ্য দেখার জন্য ভীড় জমান। ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম রিপন জানান, ঘটনাটি নজিরবিহীন এবং তা দেখার জন্য বিভিন্ন গ্রাম থেকেও লোকজন ভীড় করছেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম ডা. উকিল উদ্দিন জানান, ঘটনাটি আমিও শুনেছি।



মন্তব্য চালু নেই