ভালবাসার দিবস বনাম বিশ্বকাপ!

১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস । ক্রিকেটীয় বিশ্বকাপে এই দিনটিতে পৃথিবীর সকল ভালবাসা যেন শুধু শ্রীলঙ্কা দলের জন্য । অবাক হচ্ছেন ? তাহলে শুনুন , এ পর্যন্ত অনুষ্ঠিত দশটি বিশ্বকাপের মধ্যে মাত্র একবার ভালবাসা দিবসে খেলা হয়েছে । জয়ী দলের নাম শ্রীলঙ্কা , শুধু জয়ী বললে ভুল হবে কারন ২০০৩ বিশ্বকাপের সেই ম্যাচে বাংলাদেশকে খর কুটোর মতো উরিয়ে দেয় তারা ।

শুন্য রানে ম্যাচের প্রথম তিনবলে তিনটি উইকেট নিয়ে চামিন্দা ভাসের দেওয়া সেই ভালবাসা বাংলাদেশী দর্শকরা আজও ভোলেনি । ১২৪ রানে অলাউট হয়ে ১০ উইকেটে হারতে হয়েছিল সেদিন বাংলাদেশ দলকে ।

এবারো সেই ভালবাসা দিবসে শ্রীলংকার ম্যাচ । উদ্বোধনী এই ম্যাচে শ্রীলংকার প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড । শ্রীলংকার কাছ থেকে তারা কেমন ভালবাসা উপহার পায় তা দেখার জন্য অপেক্ষা করছে পৃথিবীর সকল ক্রিকেট অনুরাগী।



মন্তব্য চালু নেই