ভারত সিরিজেই সাঙ্গাকারার বিদায়

আগামী আগস্টে ভারতে বিপক্ষে টেস্ট সিরিজেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন কুমার সাঙ্গাকারা। শনিবার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টর তৃতীয় দিনে সাংবাদিকদের সাঙ্গাকারা বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সময় এসে গেছে।’

আগামী আগস্টে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সাঙ্গাকারা জানিয়েছেন, সিরিজের দুটি টেস্ট খেলে অবসর নেবেন তিনি। ওই সিরিজের সময়সূচি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি।

৩ জুলাই থেকে পাল্লেকেল্লেতে অনুষ্ঠেয় পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টেও খেলবেন না সাঙ্গাকারা।

গত বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতেন সাঙ্গাকারা। তবে নির্বাচকদের অনুরোধে আরো চারটি টেস্ট খেলার সিদ্ধান্ত নেন তিনি।

এ ব্যাপারে সাঙ্গাকারা বলেন, ‘বিশ্বকাপের পরই আমি অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু নির্বাচকরা আমাকে আরো কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। তাই আমি আরো চারটি টেস্ট খেলার সিদ্ধান্ত নিই।’

কলম্বো টেস্টের আগে পর্যন্ত ১৩১ টেস্টে ৫৮.৪৩ গড়ে ১২ হাজার ২৭১ রান করেছেন সাঙ্গাকারা। ২০০০ সালে টেস্ট অভিষিক্ত সাঙ্গাকারা দীর্ঘ ক্যারিয়ারে সেঞ্চুরি করেছেন ৩৮টি। এ ছাড়া তার ফিফটি রয়েছে ৫২টি। সর্বোচ্চ সংগ্রহ ৩১৯ রান।



মন্তব্য চালু নেই