ভারত বনাম ওয়েস্ট উন্ডিজ সিরিজের সময়সূচি প্রকাশ

মহেন্দ্র সিং ধোনি সদ্য শেষ করেছেন জিম্বাবুয়ে সফর। এবার পালা ওয়েস্ট ইন্ডিজ সফরের। তাও আবার বিরাট কোহলির নেতৃত্বে। সাথে আছেন প্রথম পরীক্ষায় নতুন কোচ অনিল কুম্বলেও।

অধিনায়ক বিরাট কোহলির কঠিন চ্যালেঞ্জ ক্যারিবিয়ান মাটি থেকে টেস্ট সিরিজ জেতা। আগামী ২১ জুলাই থেকে ওয়েস্ট উন্ডিজের বিপক্ষে কোহলির নেতৃত্বে চার ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল।

আর এর আগেই ভারত বনাম ওয়েস্ট উন্ডিজ সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আসুন একনজরে দেখে নিন, কবে-কোথায় কোন সময় খেলা হবে ভারত বনাম ওয়েস্ট উন্ডিজ চার ম্যাচ টেস্ট সিরিজ।

প্রথম টেস্ট: ২১ জুলাই (সোমবার) খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়, অ্যান্টিগা স্টেডিয়ামে।

দ্বিতীয় টেস্ট: ৩০ জুলাই (শনিবার) খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়, সাবাইনা পার্কে।

তৃতীয় টেস্ট: ৯ অগাস্ট (মঙ্গলবার) খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়, গ্রীস এসেলট স্টেডিয়ামে।

চতুর্থ টেস্ট: ১৮ অগাস্ট (বৃহস্পতিবার) খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়, পোর্ট অফ স্পেন স্টেডিয়ামে।

সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে টেন ক্রিকেটে।



মন্তব্য চালু নেই