ভারত থেকে প্রাথমিকের ৩২ লাখ বই এসেছে

বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ লাখ বইয়ের প্রথম চালান ভারত থেকে বেনাপোল বন্দরে পৌঁছেছে।
প্রথম চালানে বই এসেছে ৩২ লাখ। ভারতে ছাপানো এসব বই সোমবার সন্ধ্যায় বেনাপোল বন্দরে পৌঁছে। এরপর মঙ্গলবার দুপুর ২টা থেকে বন্দরের ৪২ নাম্বার শেড থেকে এসব বই খালাসের কাজ শুরু হয়।

মঙ্গলবার বই পরিদর্শনে বেনাপোল বন্দরে এসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নুজহাত ইয়াসমিন বলেন, এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১২ কোটি বই ছাপানো হচ্ছে। ৯৫টি প্যাকেজে ২১টি মুদ্রণকারী প্রতিষ্ঠান টেন্ডারের মাধ্যমে প্রাথমিক স্তরের পাঠ্যবই মুদ্রণের কাজ করছে।index

নুজহাত আরো জানান, এর মধ্যে ভারতের কৃষ্ণা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান ৯০ লাখ বই ছাপানোর কাজ পেয়েছে। প্রথম চালানে ৩২ লাখ বই বেনাপোল বন্দর দিয়ে আসার পর মঙ্গলবার দুপুর থেকে এসব বই খালাস করা শুরু হয়েছে। টেন্ডার পাওয়া সব প্রতিষ্ঠানের বই ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। নির্দিষ্ট সময়ের আগেই বই ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যাবে।

তিনি জানান, ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাঠ্যবই উৎসবের উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, গত বছর ভারত থেকে তিন কোটি বই ছাপিয়ে আনা হয়।



মন্তব্য চালু নেই