ভারত এখন বৃহৎ শক্তি, বুঝিয়ে দিল নৌ-মহড়ার প্রথম দিনই

২টি দেশের নৌসেনা একসঙ্গে যুদ্ধের মহড়া দেওয়া শুরু করলে তাক লাগানো ব্যাপারই হবে। জানা ছিল আগে থেকেই। কিন্তু বঙ্গোপসাগরে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিশাল নৌ-মহড়া চমকে দিল আরও অনেক দিক থেকেই।

বিশাখাপত্তনমের উপকূলের কাছাকাছি দাঁড়ালেই চোখে পড়ছে হেলিকপ্টার আর ফাইটার জেটের ওড়াউড়ি। ট্যাঙ্কের আনাগোনা। দূর সাগরে নানা আকারের যুদ্ধজাহাজের ক্ষমতার আস্ফালন। কিন্তু বঙ্গোপসাগরের আকাশ থেকে যে ছবি ধরা পড়ল মহড়ার, তা চোখে ঘোর লাগাবে।

বিভিন্ন দেশের নৌসেনা সাক্ষী থাকছে এই মহড়ার। প্রথম দিনেই ভারতীয় নৌসেনার সক্ষমতার যে বহর দেখা গিয়েছে, তা চমকে দিয়েছে গোটা বিশ্বকেই।



মন্তব্য চালু নেই