ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা ২৪ শতাংশ বেড়েছে

চলতি বছরের প্রথম পাঁচ মাসে ২০১৪ সালের একই সময়ের তুলনায় ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা বেড়েছে ২৪ শতাংশ। তুলনামূলক এই সময়ে সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণহানি বেড়েছে প্রায় ৬৫ শতাংশ।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

২০১৪ সালের মে মাস পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ)। আর ২০১৫ সালের একই সময়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের হাতে দেশ শাসিত হয়। তুলনামূলক এই চিত্রে দেখা যাচ্ছে, এনডিএ ক্ষমতায় আসার পর সাম্প্রদায়িক দাঙ্গা ও এর ফলে নিহতের সংখ্যা অনেক বেড়ে গেছে।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার অভিযোগ তোলেন। বিজেপিকে তিনি ‘দাঙ্গাবাজ পার্টি’ হিসেবে উল্লেখ করেছেন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে, ২০১৫ সালের ৩১ মে পর্যন্ত ২৮৭টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। ২০১৪ সালের একই সময়ে যা ছিল ২৩২টি। সাম্প্রদায়িক দাঙ্গায় ২০১৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে, গত বছর একই সময়ে যা ছিল ২৬ জন। এ ছাড়া আহতের সংখ্যা ৭০১ থেকে বেড়ে ৯৬১ জনে দাঁড়িয়েছে।



মন্তব্য চালু নেই