ভারতে ‘মূর্তিপূজা বিরোধী’ শিক্ষক খুন

ভারতের কর্নাটক রাজ্যের ‘মূর্তিপূজা বিরোধী’ একজন সুপরিচিত শিক্ষক যুক্তিবাদী চিন্তাবিদ খুন হয়েছেন। রোববার নিজ বাড়িতে এক দল বন্দুকধারীর গুলিতে নিহত তিনি।

ড. মাল্লেশাপ্পা কালবুর্গি (৭৭) নামে ওই অধ্যাপক একটি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।

পুলিশ ধারণা করছে, সম্প্রতি মূর্তিপূজার বিরুদ্ধে এই শিক্ষকের কিছু মন্তব্যের সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে। এ কারণে উগ্র ডানপন্থি হিন্দু গোষ্ঠীগুলো ড. কালবুর্গির ওপর ক্ষিপ্ত ছিল।

ভারতের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ২০১৪ সালের জুন মাসে মূর্তিপূজার সমালোচনা করে কালবুর্গি একটি বিবৃতি দিয়েছিলেন। এরপর তিনি এবং ইউ আর অনন্তমূর্তি নামে আরেকজনের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগ এনে মামলা করেছিলেন একজন হিন্দুত্ববাদী কর্মী।

এর দু’বছর আগে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে আরেকজন যুক্তিবাদী চিন্তাবিদ ড. নরেন্দ্র দাভোলকার খুন হয়েছিলেন।



মন্তব্য চালু নেই