ভারতে বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়: মানেকা গান্ধী

ভারতে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে চিহ্নিত করার কোনও ইচ্ছাই আপাতত নেই বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। সংসদে একটি লিখিত আবেদনের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ভারতে এই ভাবনা কার্যকর করা প্রায় অসম্ভব।

দেশটিতে বৈবাহিক ধর্ষণকে আইনত অপরাধ হিসাবে বিবেচনার দাবি বহু দিনের। যদিও গত বছর সুপ্রিমকোর্ট একটি মামলার শুনানির সময় এই দাবিকে খারিজ করে। শীর্ষ আদালতের মতে, পরিবারকেন্দ্রিক ভারতীয় সমাজ ব্যবস্থায় এই ধারণার সঙ্গে বেমানান।

মানেকা বলেন, বিশ্বের বহু দেশ এই সমস্যা নিয়ে ভাবনা চিন্তা করছে, প্রয়োজনীয় ব্যবস্থাও নিয়েছে, কিন্তু ভারতের প্রেক্ষাপটের সঙ্গে এই ভাবনা যথোপযুক্ত নয়। বিভিন্ন পর্যায়ে এ দেশে শিক্ষা, নিরক্ষরতা, দারিদ্র, অগুণতি সামাজিক রীতিনীতি ও মূল্যবোধ, ধর্মীয় ভাবনা, মানসিকতা বিয়েকে পবিত্র একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিয়েছ্। এই প্রাতিষ্ঠানিক ভাবনার সঙ্গে ধর্মীয় সংস্কার এতটাই ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে যে বৈবাহিক ধর্ষণের ধারণাটাই এ দেশে অলীক কল্পনা।



মন্তব্য চালু নেই