ভারতে বৃষ্টি-বজ্রপাতে ১২ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে ঝড়, বৃষ্টি এবং বজ্রপাতের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, বিলহাওর এলাকার কানপুরে পৃথক দুর্ঘটনায় দু`জনের মৃত্যু হয়েছে। এছাড়া মাও জেলায় এক ব্যক্তির ওপর একটি দেয়াল ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, শিবপুর জেলার বারানসিতে ঝড়ের সময় গাছ ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে এবং রামগাও এলাকায় ভারী বুষ্টিপাত ও ঝড়ের কারণে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার আজমগরের হাসানদেহ গ্রামে একটি স্কুলের ভেঙে পড়া দরজার নিচে চাপা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া দুর্যোগের কারণে ফারুক্কাবাদে চারজন এবং মাথুরায় একজনের মৃত্যু হয়েছে।

এক কর্মকর্তা জানান, আরো ৪৮ ঘণ্টার মত প্রদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত চলবে।



মন্তব্য চালু নেই