ভারতে প্রকাশ্যে পর্নোগ্রাফি দেখা নিষিদ্ধ : আদালত

ভারতে সব ধরনের পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। একই সঙ্গে বাক স্বাধীনতার নামেও প্রকাশ্যে পর্নোগ্রাফি দেখা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দিয়েছে। এ ধরনের কাজ কেউ করলে তাকে আইনের আওতায় আনারও নির্দেশ দেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবার আদালত শিশু পর্নোগ্রাফির ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়ার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী বাক স্বাধীনতার কথা বলে সব ওয়েবসাইট বন্ধের জটিলতা তুলে ধরলে আদালত ওই নির্দেশনা দেন।

বিচারপতি দীপক মিশ্র ও শিব কীর্তি সিংয়ের বেঞ্চ এক আদেশে শিশু পর্নোগ্রাফির সব ওয়েবসাইট বন্ধ করতে সরকারকে নির্দেশ দেয়। তারা বলেন, বাক স্বাধীনতা প্রকাশের নামে জনসম্মুখে কোনো ধরনের পর্নোগ্রাফি দেখা গ্রহণযোগ্য হবে না।

পর্নোগ্রাফির বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিকৃত উপায়ে অর্থ বানানো হচ্ছে উল্লেখ করে এ সময় উদ্বেগ প্রকাশ করা হয়। বিচারকরা বলেন, যেহেতু ভারতের আইন সমর্থন করে না, তাই এসব বন্ধ করতে হবে। এ নির্দেশ পালনে কারিগরি কিংবা প্রযুক্তিগত কোনো সমস্যার অজুহাত মেনে নেওয়া হবে না।



মন্তব্য চালু নেই