ভারতে পাচারের সময় সাতক্ষীরা থেকে ট্রাক ভর্তি ইলিশ উদ্ধার

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ঝাউডাঙ্গা এলাকায় রোববার ভোরে বিজিবি অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ইলিশ মাছ উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইলিশ মাছসহ ট্রাকের মূল্য ৩৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সুত্র জানায়, সাতক্ষীরা ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ইলিশ মাছের একটি বড় চালান ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঝাউডাঙ্গা বিওপির নায়েক সুবেদার কবির আহমেদের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ট্রাক ভর্তি ৩৮০ কেজি ইলিশ মাছসহ ট্রাকটি উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৮ বিজিবি’র অপারেশন কর্মকর্তা মেজর আহসান হাবীব ঘটনা নিশ্চিত করে বলেন এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।



মন্তব্য চালু নেই