ভারতে নামছে স্বস্তির বৃষ্টি

তাপদাহের তীব্রতা থেকে মুক্তি দিতে অবশেষে স্বস্তির বৃষ্টি নামতে যাচ্ছে উত্তর-পশ্চিম ভারতে। তবে তাপদাহে সবচেয়ে বেশি ভূগা অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় বৃষ্টির দেখা মিলতে আরও কয়েক দিন লাগতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, পশ্চিম দিক থেকে আর্দ্র বাতাস বইতে শুরু করেছে। জম্মু ও কাশ্মীরের উপর দিয়ে এ বাতাস বয়ে যাচ্ছে। এর প্রভাবে হরিয়ানা থেকে শুরু করে রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিমাঞ্চলে ঝড় ও সোমবার থেকে বৃষ্টিপাত ঘটতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাত শুরু হলে ওই অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসবে।

জানানো হয়েছে, আরব সাগরে সৃষ্টি হওয়া মৌসুমী ঝড় ও বৃষ্টিপাত আস্তে আস্তে দক্ষিণ এবং পূর্ব ভারতেও আছড়ে পড়বে। ৫ জুন থেকে কেরালায় বৃষ্টিপাত শুরু হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এ সময় ওই অঞ্চলেও তাপমাত্রা কমে আসবে।

দেশটিতে স্মরণকালের দ্বি‌তীয় ভয়াবহ তাপদাহে গত কয়েকদিনে ২ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। বৈশ্বিক দিক থেকে ভারতের এ তাপদাহ পঞ্চম ভয়াবহ হিসেবে চিহ্নিত হয়েছে।



মন্তব্য চালু নেই