ভারতে দিওয়ালির রাতে গণধর্ষণ

ভারতের ব্যাঙ্গালুরুর একটি টেনিস ক্লাবে দিওয়ালির রাতে (বুধবার রাতে) এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই প্রহরীকে গ্রেফতার করা হয়েছে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

পুলিশ জানিয়েছে, কুব্বন পার্কের কাছে অবস্থিত কর্নাটক স্টেট লন টেনিস এ্যাসোসিয়েশনের (কেএসএলটিএ) সদস্য হতে বুধবার সেখানে আসেন ৩০ বছর বয়সী ওই নারী। কিন্তু টেনিস ক্লাবটি ওই দিনের মতো বন্ধ হয়ে যাওয়ায় তাকে পরের দিন আসতে বলা হয়।

ব্যাঙ্গালুরু থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত তুমকুর থেকে আসায় ওই নারী ক্লাবের পাশেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন। রাতে ক্লাবের পাশে ওই নারীকে দেখতে পেয়ে হর্টিকালচার বিভাগের দুই প্রহরী তাকে আশ্রয় দেওয়ার কথা বলেন।

এক পর্যায়ে ওই দুই প্রহরী ভুক্তভোগীকে কুব্বন পার্কের ভেতরে নিয়ে গণধর্ষণ করে। ধর্ষণের পর ভুক্তভোগীকে রাস্তার পাশে ফেলে রাখে ধর্ষকরা। রাতে দায়িত্বরত পুলিশের দুই কনস্টেবল নারীটিকে দেখতে পেয়ে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্ত প্রহরীকে গ্রেফতার করা হয়েছে।



মন্তব্য চালু নেই