ভারতে তাপদাহে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে

ভারতে তাপদাহে মৃতের সংখ্যা শুক্রবার সকাল পর্যন্ত ১৭০০ ছাড়িয়ে গেছে। আরও দুই দিন এ তাপদাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তেলেঙ্গনা রাজ্যে আরও ১০০ জনের মৃত্যু হয়েছে।

হায়দরাবাদ আবহাওয়া বিভাগের প্রধান ওয়াই কে রেড্ডি বলেন, ‘তাপদাহ আরও দুইদিন চলতে পারে।’

তিনি আরও বলেন, তেলেঙ্গনায় আট দিন ধরে তাপদাহ অব্যাহত রয়েছে। সেখানে অসহনীয় গরম অনুভূত হচ্ছে, এ সময়ে স্বাভাবিক তাপমাত্রার তুলনায় যা প্রায় দ্বিগুণ।

মৃতদের মধ্যে বেশিরভাই বৃদ্ধ ও শ্রমিক। সানস্ট্রোক ও পানিশূন্যতার কারণে এ প্রাণহানির ঘটনা ঘটছে বলে জানানো হয়েছে।

এদিকে অন্ধ্রপ্রদেশে কিছুটা প্রশান্তি নিয়ে এসেছে ঝড়। উত্তর অন্ধ্রপ্রদেশ ও রায়লাসিমা এলাকায় গত বৃহস্পতিবার মৌসুমী ঝড় বয়ে গেছে। এতে বৃষ্টিপাতে সেখানে জনমনে কিছুটা স্বস্তি দেখা গেছে।



মন্তব্য চালু নেই