ভারতে আর্জেন্টিনার টিম বাসে ঢিল ছুড়ল দুর্বৃত্তরা

হকি ওয়ার্ল্ড লিগের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে ভারতের রায়পুরে। ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এই লিগ অনুষ্ঠিত হবে। শুক্রবার ভারতের বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। এই ম্যাচে স্বাগতিক ভারতকে ৩-০ গোলে ধরাশায়ী করে আর্জেন্টিনা। কিন্তু ম্যাচ শেষে হোটেলে ফেরার সময় আর্জেন্টিনার টিম বাসকে লক্ষ্য করে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। তাদের ছোড়া ঢিলের আঘাতে আর্জেন্টিনার টিম বাসের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ আহত হয়নি।

এ বিষয়ে রায়পুর থানার পুলিশ অফিসার বলেন, ‘ম্যাচ শেষে আর্জেন্টিনা দল হোটেলে ফিরছিল। তখন রাত সাড়ে নয়টা হবে। দুর্ঘটনাক্রমে একটি শিশু তাদের বাস লক্ষ্য ঢিল ছোড়ে। আসলে সে একটি প্রাণীকে আঘাত করতে চেয়েছিল। সে সময় আর্জেন্টিনার বাস ওইদিক দিয়ে যাচ্ছিল। যাই হোক এটা একটা দুর্ঘটনা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। আর্জেন্টিনা দলের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করে আরো নিরাপত্তা বাড়িয়ে দিয়েছি।’

পুলিশের এমন বক্তব্য আসলে গোজামিলের সামিল। কারণ, রাত সাড়ে নয়টায় একটি শিশুর কোনো প্রাণীকে লক্ষ্য করে ঢিল ছোড়ার বিষয়টি অযৌক্তিক।



মন্তব্য চালু নেই