ভারতের সস্তা ফোন ‘ফ্রিডম’ আসলে চাইনিজ!

দুনিয়ার সবচে সস্তা স্মার্টফোন হিসেবে তোলপাড় তুলেছে ফ্রিডম ২৫১। ২৫১ রুপির এই ফোনটি নিয়ে ধুম্রজাল তৈরি হয়েছে। কলকাতার বাংলা নিউজপোর্টাল ২৪ ঘণ্টা জানিয়েছে, ফ্রিডম ২৫১ আসলে চাইনিজ স্মার্ট ফোন অ্যাডকম আইকন ৪। যা ফ্লিপকার্টে ৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

সংবাদপত্রটি দাবি করছে তাদের কাছে এমনও রিপোর্ট আছে যার মাধ্যমে জানা গেছে, রিংগিং বেলস কোম্পানি এই চাইনিজ স্মার্ট ফোন অ্যাডকম আইকন ৪ এই মোবাইলেই হোয়াইটনার এবং নিজেদের স্টিকার লাগিয়ে বিক্রি করছে।

এখনও পর্যন্ত এই প্রসঙ্গে রিংগিং বেলস কোম্পানি কোনও মতামত প্রকাশ করেনি।

এদিকে ফ্রিডম ২৫১ নিয়ে মাতামাতি এখনও তুঙ্গে। যেদিন থেকে মানুষ শুনেছে এত কম দামে স্মার্ট ফোন পাওয়া যাচ্ছে, সেদিন থেকে শুধু হাতে পাওয়ার অপেক্ষা করছেন তাঁরা। গতকাল সকাল থেকে অফিসিয়ালি বুকিং করা যাচ্ছিল এই ফোন। সেকেন্ডে ৬ লক্ষ বুকিংও হয়েছে। বুকিং করার ওয়েবসাইট ডাউন হওয়ার কারণে বুকিং বন্ধ করা হয়েছে।



মন্তব্য চালু নেই