ভারতের ভোটার শেখ হাসিনা!!

বিশ্বাস করুন আর নাই করুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের বেঙ্গালুরের ভোটার! আগামী পৌর নির্বাচনে সেখানে ভোটও দিতে পারবেন তিনি।

কারণ সেখানে বাংলাদেশের এই প্রধানমন্ত্রীর একটি ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। যাতে উল্লেখ আছে, হাসিনা বেঙ্গালুরের থানিসান্দ্রা এলাকার বাসিন্দা।

খবরে বলা হয়েছে, ভোটার আইডি কার্ডে পরিষ্কারভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও নাম রয়েছে। স্বামীর নাম লেখা রয়েছে প্রয়াত ওয়াজেদ মিয়া। কেবল তার জন্ম তারিখে ভুল করা হয়েছে। জন্ম সাল দেখানো হয়েছে ১৯৯২।

নির্বাচন কমিশনের এই কীর্তির ব্যাপারে কর্নাটক স্বরাষ্ট্রমন্ত্রী কে জে জর্জকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা মনে হয় না এই ভোটার আইডি কার্ডটি সঠিক। আমি বিষয়টি তদন্তে করে দেখার নির্দেশ দেবো।’

আগামী জুলাইয়ে কর্নাটকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণার মাত্র একদিন আগে কমিশনের এমন কীর্তি ফাঁস হলো।

অভিযোগ উঠেছে, কর্নাটক নির্বাচন কমিশন এমন অনেক ভুয়া আইডি কার্ড ইস্যূ করেছে। ভার্জিনিয়া লো ইয়াও নামে সাজাপ্রাপ্ত এক আসামির নামেও কার্ড ইস্যু করা হয়েছে। অথচ তাকে ধরিয়ে দিতে ৫০ হাজার ডলার পুরষ্কারের ঘোষণা রয়েছে।



মন্তব্য চালু নেই