ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা

২০১০ সালের পর আবারো টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। এ সফরে একটি টেস্ট বাদেও তিনটি ওয়ানডে খেলবে ভারত। সর্বশেষ ২০১৪ সালে বাংলাদেশ সফর করলেও তিনটি ওয়ানডে খেলেছিল দুই দল।

আগামী ৮ জুন ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। ১০ জুন শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

একমাত্র টেস্টের জন্যে বুধবার দুপুরে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন রুবেল হোসেন ও জুবায়ের হোসেন লিখন। পেসার শাহাদাত হোসেন রাজীবের পরিবর্তে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রুবেল। এ ছাড়া দলে আছেন লিটন কুমার দাস।

বাংলাদেশ স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও লিটন কুমার দাস।



মন্তব্য চালু নেই