ভারতের বাজারে স্মার্টফোন আনছেন সালমান

বিয়িং হিউম্যান ফাউন্ডেশনের পর বিয়িং স্মার্ট নামে নতুন কোম্পানি নথিভুক্ত করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। তার নতুন এই কোম্পানির অধীনে স্মার্ট ফোন আসছে ভারতের বাজারে। সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই আসতে পারে এই স্মার্টফোন।

প্রথমে অনলাইনে বিক্রি হলেও, নির্দিষ্ট কিছু ফোনের দোকানেও মিলবে ‘বিয়িং স্মার্ট’ ফোন। ভারতের বাজার অপপো, সাওমির মতো চীনা ফোন কোম্পানিগুলো কম দামে স্মার্টফোন দিয়ে ভারতের বাজার দখল করছে। আর তাই ২০,০০০ টাকার কমে স্মার্ট ফোন এনে ভারতীয় ফোনের বাজার ধরে রাখতে চান সালমান।

দুই বছর আগেই নাকি ফোনের বাজারে পা রাখার কথা ভেবেছিলেন সালমান। বেশ কয়েকটি নামকরা ব্র্যান্ডের সঙ্গে কাজ করতেও চেয়েছিলেন। কিন্তু তাতে সালমানকে যে পরিমাণ রয়্যালটি দিতে হবে তা ভেবেই পিছিয়ে যান প্রত্যেকে। তাই এখন নিজের ব্র্যান্ডেই স্মার্ট ফোন আনতে চলেছেন তিনি। সালমানের নতুন এই কোম্পানির সিংহভাগ শেয়ার হোল্ডিং থাকবে তার বা তার পরিবারের কারও নামে।



মন্তব্য চালু নেই