ভারতীয় ধারাভাষ্যকারের চাকরি কেড়ে নিলো বাংলাদেশ-ভারত ম্যাচ!

শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে বাংলাদেশ-ভারত ম্যাচটাই কাল হলো ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলের। নিজ দলের না হয়ে প্রতিপক্ষ দলের বেশি সাফাই গেয়েছেন এমন বিতর্কে আসন্ন আইপিএল-এ তাকে ধারাভাষ্যকার হিসেবে রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তার সঙ্গে এবারের আসরে কোনও চুক্তি করেনি বিসিসিআই। ৯০-এর দশক থেকে ভারতীয় ক্রিকেটের ধারাভাষ্যে জড়িত ভোগলে আইপিএল-এ নিয়মিতভাবেই কাজ করে আসছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে কয়েকটি ম্যাচে তার ধারাভাষ্য নিয়ে বিতর্ক উঠায় তার বিরুদ্ধে এই পদক্ষেপ নিলো বিসিসিআই।

বিশেষ করে ভারত-বাংলাদেশ ম্যাচের পর বলিউড তারকা অমিতাভ বচ্চন নিজেই টুইট করেছিলেন এ বিষয়টি নিয়ে। টুইটারে লিখেছিলেন, আমাদের ধারাভাষ্যকারদের উচিত প্রতিপক্ষদের চেয়ে নিজেদের খেলোয়াড়দের নিয়ে বেশি কথা বলা। যেই টুইটটি নিজেই শেয়ার দিয়েছিলেন ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এরপরেই টুইটারে এ নিয়ে বিতর্কের ঝড় উঠে।



মন্তব্য চালু নেই