ভারতীয় ক্রিকেটাররা তো আর অ্যালিয়েন নয়: মুশফিক

জৈষ্ঠ্যের গরমে তিক্ত সবাই। কাঠ ফাটা রোদের প্রখর তাপ উপেক্ষা করেই চলছে বাংলাদেশ ও ভারতের প্রস্তুতি। বুধবার শুরু হচ্ছে তাদের প্রথম টেস্ট ম্যাচ। সকাল দশটায় ম্যাচ শুরু। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মাঠে থাকতে হবে ক্রিকেটারদের। খেলা হবে ৯০ ওভার।

এই গরমের মধ্যেই খেলতে হবে ক্রিকেটারদের। অতিরিক্ত গরমের চিন্তাটা তাদের সকলেরই মাথায় আছে। তাদের সবার জন্যেই এটা একটা চ্যালেঞ্জ। রোদ আর গরম ম্যাচে কতটুকু প্রভাব ফেলবে সেটাই দেখার বিষয়। তবে অনুশীলনে বেশ হাঁসফাঁস করেছে সফরকারি দলের ক্রিকেটাররা।

টাইগার দলপতি মুশফিকুর রহিম এই চ্যালেঞ্জের বিষয়ে বললেন, ‘যে কোনো কিছুই কষ্ট করে অর্জন করলে অন্য রকম মজা পাওয়া যায়। এই পাঁচটা দিন দেশের জন্য যাতে আরো কষ্ট করতে পারি এবং প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারি, সেই প্রেরণা সবার মধ্যেই আছে।’

ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তিনি বলেন, ‘গরমে আমাদের কষ্ট যতটুকু হবে, ততটুকু কষ্ট তাদেরও হবে। ভারতীয় ক্রিকেটাররা তো আর অ্যালিয়েন নয়! সুতরাং এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কিছু নেই।’



মন্তব্য চালু নেই