ভারতীয়দের কাছে ২০১৬ ছিল এক জঘন্য বছর! কী জানালেন ইনি সোশ্যাল মিডিয়ায়?

মাত্র কয়েকটি বাক্য। আর তাতেই মাৎ। একাধারে বলিউড কমেডিয়ান এবং সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ব্লগার বীর দাস এই মুহূর্তে খবরশীর্ষে। ২০১৬ সালটিকে অতি অল্পকথায় ব্যাখ্যা করলেন তিনি। তার পরে ভাইরাল হয়ে গেল তাঁর সেই ব্যাখ্যা। বীর দাসের এই সামান্য সংখ্যক বাক্যকে ভারতীয় জনগণের আত্মার কণ্ঠস্বরও বলেছেন অনেকে।

বীর যে কথাগুলো তাঁর ফেসবুক-দেওয়ালে লিখেছেন, তাতে বিশ্বরাজনীতির ছোঁয়া পর্যন্ত নেই। তাঁর মন্তব্য পড়লেই বোঝা যায়, ২০১৬ ভারতীয়দের কাছে ছিল আপনারে লয়ে বিব্রত থাকার বছর। কী পেলাম আমরা ভারতীয়রা এই বছর? দেখা যাক বীরের বয়ান।
বীর লিখেছেন—

‘আপনারারা যা বলছেন, তা হল…
সমকামিতা এখনও পর্যন্ত বেআইনি।
সারোগেসি-কে আমরা নিষিদ্ধ করলাম।
দূষণের মাত্রা যাচ্ছেতাই।
সিনেমা হলে দর্শকেদের গ্রেফতার করলাম।
সাধারণ মানুষ তাঁদের নিজেদের টাকায় হাত দিতে লম্বা লাইন লাগালেন।
ধনীদের কিন্তু টাকার অভাব হল না।
আমরা চিত্রকরদের পিটলাম, সিনেমা রুখে দিলাম, শিল্পীদের হুমকি দিলাম।
কিন্তু এবছরের উজ্জ্বলতম দিক…. লাড্ডু?’

বলাই বাহুল্য এই বাক্য ক’টি এমন জনপ্রিয়তায় এই মুহূর্তে যে, তাকে এড়িয়ে যাওয়ার কোনও উপায় নেই। কমেন্ট বক্স-এ বীরের উদ্দেশ্যে বিস্তর কুকথাও জমেছে। বীর তাতে থোড়াই কেয়ার করেন, সেকথাও স্পষ্ট বলেছেন।



মন্তব্য চালু নেই