ভারতকে হারিয়ে সাতে বাংলাদেশ

পরিসংখ্যানটি সম্পর্কে সবারই জানা। ভারতের বিপক্ষে একটি ওয়ানডে জিতলে আইসিসি র‌্যাংকিংয়ে সাতে উঠে আসবে বাংলাদেশ। হলোও তা-ই।

ভারতের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডে জিতে নেওয়ায় ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে র‌্যাংকিংয়ে সাতে উঠে এল বাংলাদেশ। বৃহস্পতিবার ভারতকে ৭৯ রানে হারিয়েছে টাইগাররা।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৮৮। ওয়েস্ট ইন্ডিজেরও ছিল ৮৮। কিন্তু ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় সাতে ছিল ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার ভারতকে হারানোয় সহজেই সাতে উঠেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১।

এদিকে সাতে ওঠায় বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভবনা আরো বেড়ে গেল। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাংকিংয়ে আটে থাকতে পারলেই ২০০৬ সালের পর আবারো চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৬। ৯৫ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ইংল্যান্ড। বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতলে পয়েন্ট হবে ৯৩। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে সাত নম্বরেই অবস্থান করবে বাংলাদেশ। তখন সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে।

এদিকে ম্যাচের উপর মাশরাফি বলেন, ‘আমরা এখন সাত নম্বরে উঠে এসেছি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করতে আমাদের এখনো আরেকটি ম্যাচ জিততে হবে। আমরা সেই প্রত্যাশায় আছি।’



মন্তব্য চালু নেই