ভারতকে আফ্রিদির এ কেমন হুঁশিয়ারি!

পাকিস্তান ও ভারতের শান্তিপূর্ণ সহ-অবস্থানের পক্ষে কথা বলে কয়েকদিন আগেও ভারতীয় সংবাদমাধ্যমের প্রশংসা কুড়িয়েছেন পাক ক্রিকেট হার্টথ্রুব শহিদ আফ্রিদি।

কিছু ভারতীয় সংবাদমাধ্যম এক ধাপ এগিয়ে বলেছিল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল খেলতেই ভারতের বিপক্ষে সুর নরম করেছেন আফ্রিদি।

কিন্তু এই কয়েক দিনেই আফ্রিদির ভাষা পাল্টে গেল। ভারতকে কার্যত হুঁশিয়ারি দিলেন তিনি।

পাকিস্তানের এই তারকা অলরাউন্ডার বলেছেন, ‘ভারত, তোমরা সতর্ক থাকো। কারণ পাঠানরা পাকিস্তানের সীমান্ত পাহারা দিচ্ছে।’

এক টিভি সাক্ষাত্কারে তিনি বলেন, ‘আমাদের সীমান্তে পাঠানরা পাহারা দিচ্ছে, তাই ভারত সাবধান না হলে মুশকিল।’

উল্লেখ্য, আফ্রিদি নিজেই পাঠান জাতিগোষ্ঠীর। এনিয়ে নানা সময় মজা করেই গর্বের কথা বলেন তিনি। কিন্তু এবারের তীরটা খোদ দেশের সীমানার বাইরে তাক করা।

এরআগে টি২০ বিশ্বকাপ খেলতে গিয়ে আফ্রিদি ভারতের প্রশংসা করে নানা কথা বলেছিলেন। এজন্য ভারতীয় সংবাদমাধ্যমে আফ্রিদির ইমেজটা অন্যরকমই ছিল।

এরপর সম্প্রতি উরি সেনাঘাঁটিতে হামলার পর আফ্রিদির শান্তি বজায় রাখার আবেদনও ভারতীয় সংবাদমাধ্যমে প্রশংসা কুড়িয়েছিল।

অবশ্য ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কটাক্ষ করে বলেছিল, ‘ভারতীয় সেনাবাহিনীকে ভয় পেয়ে গেছেন আফ্রিদি’। হয়তো সেই কটূক্তি থেকেই আফ্রিদির এই ‘গুগলি’।



মন্তব্য চালু নেই