ভারতই মুসলিমদের কাছে সবচেয়ে নিরাপদ দেশ : সাক্ষী মহারাজ

ভারতই মুসলিমদের কাছে সবচেয়ে নিরাপদ দেশ বলে দাবি করলেন সাক্ষী মহারাজ। গত কয়েক মাসে নানা সময়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন উন্নাওয়ের এই বিজেপি সাংসদ। আজ মঙ্গলবার তিনি এ দাবি করে বলেন, কেন্দ্রে নরেন্দ্র মোদি এনডিএ সরকার গড়ার পর থেকে দেশের কোথাও কোনও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি।

তাঁর অভিযোগ, কিছু লোক ভোট ব্যাংক রাজনীতির জন্যই সাম্প্রদায়িক দাঙ্গার ধুয়ো তোলে, তাকে কাজে লাগায়। সেজন্যই অসহিষ্ণুতার ওজর তুলে হাওয়া গরম করা হচ্ছে। কেন্দ্রের সরকারের বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্তের অঙ্গ হিসাবে অসহিষ্ণুতার অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

সাক্ষী এও বলেন, তাঁরা ভারতেই সবচেয়ে নিরাপদ, জমিয়ত-ই-উলেমা হিন্দের প্রধান মৌলানা মাহমুদ মাদানির মতো নেতাদের এই অভিমতকেই সমর্থন করেন এ দেশের মুসলিমরা। এমনকি দেশের প্রায় ৩২ লক্ষ মুসলিম বিজেপির সদস্যপদ গ্রহণ করেছেন বলেও দাবি করেন তিনি।সূত্র: এপিবি

তিনি দাবি করেন, মোদী সরকারের স্পষ্ট, কঠোর নীতির জন্যই পাকিস্তান বাধ্য হয়ে ভারতের সঙ্গে নিঃশর্ত আলোচনায় রাজি হয়েছে।



মন্তব্য চালু নেই