২০ দলীয় জোট

‘ভাঙন ঠেকাতে’ মহাসচিবদের বৈঠক বিকেলে

২০ দলীয় জোটের মহাসচিবদের জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন মহল থেকে বিএনপির এই জোটে ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনের মধ্যেই বৈঠক ডাকা হলো।
শনিবার বিকেল ৪টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হবে।
বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম জানান, আজ বিকেলে জোটের মহাসচিবদের বৈঠক ডাকা হয়েছে।
জানা গেছে, জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব আলমগীর মজুমদার বেলা ১১টায় কাকরাইলের ঈশা খাঁ হোটেলে সংবাদ সম্মেলন ডেকেছেন। রাজনৈতিক অঙ্গনে জোর গুজব, তিনি আজই জোট ছাড়ার ঘোষণা দিতে পারেন।
আরেক শরিক ইসলামিক পার্টির মহাসচিব এমএ রশীদ প্রধানের নেতৃত্বে আরেকটি অংশও জোট থেকে বেরিয়ে যাওয়ার পায়তারা করছে।
গত ২৪ অগাস্ট ন্যাশনাল পিপপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলুর নেতৃত্বে একটি অংশ জোট থেকে বেরিয়ে যায়।
তার আগে ৫ জানুয়ারির ভোট সামনে বেরিয়ে যায় ন্যাপ-ভাসানী সভাপতি শেখ আনোয়ারুল হকের নেতৃত্বে একটি অংশ।
বিএনপি ও জামায়াত ছাড়া জোটের সদস্যরা হল: ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), লিবারেল ডেমোক্রেটিক পার্র্টি (এলডিপি), কল্যাণ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি), লেবার পার্টি, ইসলামিক পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাপ ভাসানী, মুসলিম লীগ, জমিয়তে উলামায়ে ইসলাম, পিপলস লীগ ও ডেমোক্রেটিক লীগ।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তুলতে ২০১২ সালের ১৮ এপ্রিল এই জোট গড়ে উঠেছিল।



মন্তব্য চালু নেই