ভাঙচুর হওয়া গাড়ি দেখলেন কূটনীতিকরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ভাঙচুর হওয়া গাড়ি দেখেছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাজধানীর কারওয়ান বাজারে সোমবার সন্ধ্যায় হামলায় ক্ষতিগ্রস্ত চারটি গাড়ি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা হয়।

বিএনপির মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এনামুল হক চৌধুরী মঙ্গলবার বিকেল সোয়া ৫টার গাড়িগুলো কূটনীতিকদের দেখান। সেখানে উপস্থিত থাকা প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।

এর আগে বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। বৈঠক চলে বিকেল ৫টা পর্যন্ত।

বৈঠকে ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, কাতার, পাকিস্তান, জাপান, ফ্রান্স, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, ডেনমার্ক, সিঙ্গাপুরের কূটনীতিকরা ছিলেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, খালেদা জিয়ার মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এনামুল হক চৌধুরী, দলের নির্বাহী কমিটির সদস্য জেবা খান, বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদ প্রমুখ।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে ‘ব্রিফিং ফর দ্য ডিপ্লোম্যাট’ নামে লিখিত একটি বিবৃতি কূটনীতিকদের হাতে নেওয়া হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার পরিপ্রেক্ষিতে কূটনীতিকরা আসেন। এছাড়া চলমান রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কূটনীতিকরা আলোচনা করেন।

তবে বৈঠক শেষে কোনোপক্ষই ব্রিফিং করেনি।



মন্তব্য চালু নেই