‘ভরাডুবি হবে জেনে ইসিকে বিতর্কিত করছে বিএনপি’

নির্বাচন কমিশন (ইসি) নিয়ে বিএনপির অবস্থানের সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবিব-উল আলম হানিফ বলেছেন, ‘নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে প্রথম থেকেই নেতিবাচক বক্তব্য দিয়ে আসছে বিএনপি। প্রথম থেকেই তারা নির্বাচন কমিশনকে বিতর্কিত করতে চাচ্ছে। নির্বাচনে ভরাডুবি হবে জেনে, আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে জেনে; তারা একে বিতর্কিত করতে চায়। তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না। আপনারা জনগণের আস্থা অর্জন করুন।’
রাজধানীর আজিমপুরে ঢাকা কনভেনশন সেন্টারে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় এ সব কথা বলেন আওয়ামী লীগের এ মুখপাত্র।
হানিফ বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়; জনগণের রায়ে তাদের আস্থা নেই। তারা আজিজ মার্কা নির্বাচন কমিশন করতে চায়।’
তিনি বলেন, ‘যাদের নিয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে তারা প্রত্যেকেই সৎ, যোগ্য লোক। নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। তাদের দেওয়া তালিকা থেকে রাষ্ট্রপতি একটি গ্রজণযোগ্য নির্বাচন কমিশন গঠন করবেন।’
১৯৯৪ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের পরদিন ‘বিএনপি’র পরাজিত প্রার্থীর দ্বারা লালবাগে আলোচিত সাত খুনে নিহতদের’ স্মরণে আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।



মন্তব্য চালু নেই