ভরসার নাম সাকিব

বাংলাদেশের প্রায় প্রত্যেক খেলোয়াড়ের জন্যই মেলবোর্ন শহরটা একদমই নতুন এক অভিজ্ঞতা। তবে, এর মধ্যেও ব্যাতিক্রম আছেন একজন। তিনি হলেন সাকিব আল হাসান।

ক’দিন আগে বিগব্যাশ খেলতে এসে বড় একটা সময় কাটিয়েছেন এই মেলবোর্নেই। ফলে, এখানকার কন্ডিশন আর উইকেটের ব্যাপারে ভাল ধারণা আছে বিশ্বের অন্যতম সেরা এই অল রাউন্ডারের। ফলে, শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ২৬ তারিখের ম্যাচে বড় শক্তি হয়ে উঠবেন সাকিব।

এমনটা মানছেন বোলিং কোচ হিথ স্ট্রিকও। গতকালই প্রথম মেলবোর্নে অনুশীলন করে বাংলাদেশ দল। এর এক ফাঁকে সংবাদ মাধ্যমকে হিথ স্ট্রিক বলেন, ‘অবশ্যই, সাকিব আমাদের বড় শক্তির জায়গা। তার মেলবোর্নে খেলটা আমাদের জন্য দুই অর্থে অসাধারণ ব্যাপার। প্রথমত তো সে নিজে এখানকার কন্ডিশন, মাঠের সঙ্গে অভ্যস্থ হওয়ার সুযোগ পেয়েছে। দ্বিতীয় সে তার অভিজ্ঞতাটা বাকী সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারছে। এটা খুব বড় একটা পাওয়া।’

তবে, কন্ডিশন ও আর উইকেটের ধারণা থাকাটাই মূল ব্যাপার নয়। সাকিবের ক্রিকেটীয় জ্ঞান আর অভিজ্ঞতাকেও দলের জন্য বড় প্রাপ্তি বলে মানছেন স্ট্রিক, ‘তার মতো একজন সিনিয়র এবং সারা বিশ্বে সম্মানিত ক্রিকেটার আমাদের দলে থাকা এবং অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়াটা দলীয় দিক থেকে গুরুত্বপূর্ন ব্যাপার। আমরা তার প্রতিটি অর্জন ও অভিজ্ঞতাকে সম্মান করি ও মূল্যায়ন করি।’



মন্তব্য চালু নেই