‘ভবিষ্যৎ প্রজন্ম বলবে বিচার কতটা সঠিক’

জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, রিভিউ পিটিশন খারিজের রায় নিয়ে আমার নিজস্ব কোনো প্রতিক্রিয়া নেই। তবে এই আইনে মানবতাবিরোধী অপরাধের বিচার কতটা সঠিক হয়েছে, তা ভবিষ্যৎ প্রজন্ম বিচার করবে।

বৃহস্পতিবার নিজামীর ফাঁসির রায় বহাল থাকার পর সুপ্রিম কোর্টে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

নিজামী প্রাণভিক্ষা চাইবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, ‘এটি তার নিজস্ব ব্যাপার। আমি এ বিষয়ে কিছু বলতে পারব না।’

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি করা হয়েছিল ১৯৫ জন পাকিস্তানি সেনার বিচারের জন্য। কিন্তু মূল হোতাদের বাদ দিয়ে তাদের সহযোগীদের বিচার করা হচ্ছে। তিনি এটাকে কালো আইন বলে অভিহিত করেন।

তিনি বলেন, শেখানো সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের সাজা দেওয়া হচ্ছে। আমি মনে করি, জামায়াত রাজনৈতিক বিশ্বাসের কারণেই তখন পাকিস্তান বাহিনীকে সহায়তা করেছিল। তাই এই আইনে বিচার কতটা সঠিক হচ্ছে তা ভবিষ্যৎই বলে দেবে।



মন্তব্য চালু নেই