ভক্তদের সুঃখবর দিলেন মেসির ডাক্তার

লাস পালমাসের বিপক্ষে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। পরীক্ষা-নিরীক্ষার পরপরই জানানো হয় দুই মাসের জন্য ছিটকে পড়েছেন বার্সেলোনার এই আর্জেন্টাইন সুপারস্টার।

তবে ভক্ত-অনুরাগীদের সুখবর দিলেন মেসির ডাক্তার ডোনাটো ভিয়ানি। তিনি জানিয়েছেন দুই মাসের আগেই মাঠে ফিরবেন এলএম টেন। এ বিষয়ে তার অভিমত, ‘খুব দ্রুতই মাঠে ফিরবে লিও। আমি যতোটুকু দেখেছি তাতে মনে হলো এর জন্য অস্ত্রোপচার করার প্রয়োজন নেই। ও পুর্নবাসন প্রক্রিয়াতেই সুস্থ হয়ে উঠবে।’

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসার প্রথম পর্যায় সফলভাবে শেষ হয়েছে। রোববার থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা। মেসি এখন ক্রাচ ছাড়াই হাঁটতে পারছেন। বার্সা আরো জানিয়েছে, চিকিৎসার সব কিছু ঠিকঠাক থাকলে এল ক্ল্যাসিকোর আগেই সুস্থ হয়ে মাঠে ফিরবে মেসি।

আগামী ২২ নভেম্বর এল ক্ল্যাসিকো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার এই লড়াইয়ে খেলতে হলে এক মাসের মধ্যেই পুরোপুরি ফিট হতে হবে মেসিকে। এই সময়ের মধ্যেই পারবেন কী সুস্থ হয়ে ফিরতে? ভক্তদের সেটাই এখন দেখার।

সূত্র : গোল.কম



মন্তব্য চালু নেই