বয়স ১২ হলেই যে গ্রামের মেয়েরা ছেলেতে রূপান্তরিত হয়!

লাতিন আমেরিকার দেশ ডমিনিকান রিপাবলিকের এক আজব গ্রাম সালিনাস। সেই গ্রামেরই বাসিন্দা জনি। শারীরিকভাবে সে হল ছেলে। কিন্তু কোনও এক কারণে জনির পুরুষাঙ্গ গঠিত হয়নি। তবে ১২ বছর বয়স হওয়ার পর জনির পুরুষাঙ্গ গঠিত হয়।

ডমিনিকান রিপাবলিকের দক্ষিণে সালিনাস নামের এই গ্রামে জনির মত আরও অনেক ছোট ছোট ছেলেদের ঠিক একই অবস্থা। ১২ বছরের আগে তারা সবাই মেয়ে থাকে। আবার ১২ তে পা দিলেই তাদের পুরুষাঙ্গ গঠিত হয়ে ওরা ছেলেতে পরিণত হয়। স্থানীয়রা লাতিন ভাষায় এর নাম দিয়েছে ‘guevedoces’ বা ১২ বছরে পুরুষাঙ্গ রোগ।

জনিকে যেমন সবাই ১২ বছরের আগে বলত মেয়ে। পুরুষাঙ্গ গঠিত হওয়ার পর জনিকে এখন সবাই ওকে ছেলে বলে ডাকতে শুরু করেছে। এই গ্রামের এটাই নিয়ম। ১২ বছর না হলে বোঝা মুশকিল সে মেয়ে না ছেলে। স্থানীয়রা জানালেন, এই গ্রামের ছয় জনকে সবাই মেয়ে বলেই চিনত। ওরা ফ্রক, মহিলাদের পোশাক পরেই গ্রামে ঘুরত।

চলতি বছর ১২-তে পা দিতেই ওদের পুরুষাঙ্গ গঠিত হওয়ার খবর ছড়িয়ে পড়ল। এখন ওই ছয় জনই ছেলেদের পোশাক পরে ঘোরে। এটা বড় অসুবিধার। কিন্তু কী কারণ এমন ঘটনা ঘটছে তা এক অজানা বিস্ময়! ডাক্তাররা বলছেন, পুরো গ্রামই জেনেটিক ডিজ অর্ডারে ভুগছে।



মন্তব্য চালু নেই