বড় জয় অস্ট্রেলিয়ার

ভালো খেলার ধারাবাহিকতা বজায় রেখেছে অস্ট্রেলিয়া।
ত্রিদেশীয় সিরিজে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুন্ন রাখার পর বিশ্বকাপের ওয়ার্মআপ ম্যাচেও ক্লিনশিট বজায় রাখলো অসিরা। ভারতকে নাস্তানাবুদ করার পর বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ওয়ার্মআপ ম্যাচেও ১৮৮ রানের বড় জয় পেয়েছে মাইকেল ক্লার্ক বাহিনী।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ানরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৬৪ রান করেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। প্রথাগত পজিশন ছেড়ে এদিন ওপেনিং করতে নামেন ইনজুরি থেকে ফেরা ৩৩ বছর বয়সী ক্রিকেটার। ৬১ রান এসেছে আরেক ওপেনার অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে। ৫৯ রান করেছেন স্টিভ স্মিথ। ৪৬ জর্জ বেইলি। সংযুক্ত আরব আমিরাতের কৃষ্ণ চন্দ্র ও নাসির আজিজ তিনটি করে উইকেট নেন।
এরপর ৩০৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পুঁচকে সংযুক্ত আরব আমিরাত। অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে আগুন ছড়ান জোস হ্যাজলউড, প্যাট কামিন্স ও জাভিয়ের দোহার্টি। তিন জনই দুটি করে উইকেট নেন। তাতে ৩০.১ ওভারে মাত্র ১১৬ রানেই অলআউট হয়ে যায় মোহাম্মদ তৌকিরের দল। হারে ১৮৮ রানের বড় ব্যবধানে। আমিরাত শাহীর পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন স্বপ্নীল পাতিল।২১ রান এসেছে ওপেনার আমজাদ আলির ব্যাট থেকে।



মন্তব্য চালু নেই