বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের অবরোধ অব্যাহত

পুরোনো জনবল কাঠামো পুনর্বহালের দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিকদের খনির প্রশাসনিক ভবন অবরোধ আজ বুধবার দ্বিতীয় দিনের মত অব্যাহত রয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় কয়েকশ’ শ্রমিক খনির প্রশাসনিক ভবনের গেটে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করে।

এর ফলে প্রশাসনিক ভবনের ভেতরে ৬৫/৭০ জন কর্মকর্তা-কর্মচারী ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এদিকে নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, পুরাতন জনবল কাঠামো পুনর্বহালের পাশাপাশি নতুন জনবল কাঠামো প্রণয়নে মুখ্য ভূমিকা পালনকারী খনির জেনারেল ম্যানেজার (জিএম) কোম্পানি সেক্রেটারি আবুল কাশেম প্রধানিয়াসহ খনি ব্যবস্থাপনার সাত কর্মকর্তার অপসারণের দাবি তুলেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা।

এমনকি জেনারেল ম্যানেজার (জিএম) কোম্পানি সেক্রেটারি আবুল কাশেম প্রধানিয়াসহ খনি ব্যবস্থাপনার সাত কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ঘোষণা দিয়েছে অবরোধকারীরা।

প্রসঙ্গত, ২০০০ সালের ২ এপ্রিল প্রণিত জনবল কাঠামোয়(অর্গানোগ্রাম) বড়পুকুরিয়া কয়লা খনিতে দুই হাজার ৬৭৪ জন কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকের পদ সৃষ্টি করা হয়। এই জনবল কাঠামোর বিপরীতে প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারী-শ্রমিক নিয়ে ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর খনি বাণিজ্যিক উৎপাদনে যায়।



মন্তব্য চালু নেই