ব্লু বেরি কমাতে পারে অ্যালজাইমার’সের ঝুঁকি

অ্যালজাইমার’স। বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই অন্যতম ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এই রোগ। মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়ার ফলে অ্যালজাইমার’স প্রায় অবশ্যম্ভাবী হিসেবেই ধরে নিয়েছেন চিকিত্সকরা। তবে নতুন এক গবেষণা জানাচ্ছে, মস্তিষ্কের ক্ষয় রুখতে কাজ করে ব্লু বেরি। ফলে অ্যালজাইমার’সে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে।

একদল মার্কিন গবেষক জানাচ্ছেন, নিয়মিত ব্লু বেরি পাউডার খেলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ার পাশাপাশি এর অ্যান্টিঅক্সিড্যান্ট হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সাহায্য করে। তবে এত সমীক্ষা শুধু বয়স্কদের উপরই চালানো হয়েছিল। ব্লু বেরি অল্পবয়সীদের মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে পারে কিনা তা নিয়েই গবেষণার কথা ভাবছেন এই বিশেষজ্ঞরা।



মন্তব্য চালু নেই