ব্রাডম্যানকে ছাড়িয়ে ভোজেস!

ক্রিকেটে অনেক নতুন রেকর্ডই হয়েছে। তবে ডন ব্রাডম্যানের করা রেকর্ডটা প্রায় আট দশক আগে কেউ অবশ্য ভাঙতে পারেননি। ভবিষ্যতে কেউ পারবে কি না সেটা হয়তো সময়ই বলে দেবে। তবে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান এ্যাডাম ভোজেস আপাতত তাকে ছাড়িয়ে গেছেন।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার ব্রাডম্যান ক্যারিয়ারে খেলেছেন ৫২ টেস্ট। সামান্য একটুর জন্য রানের গড়টা ১০০-তে নিতে পারেননি। তাই ৯৯.৯৪ এই শেষ করতে হয়েছে দুই দশকের টেস্ট ক্যারিয়ার। তার স্বদেশী ব্যাটসম্যান এ্যাডাম ভোজেস নিউজিল্যান্ডের বিপক্ষে শনিবার ১৭৬ রান করে অপরাজিত রয়েছেন। তাই টেস্টে তার রান তোলার গড়টা এখন ১০০ ছাড়িয়ে গেছে। রোববার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে ভোজেসের রানের গড় এখন ১০০.৩৩।

দিনশেষে অপরাজিত থাকায় হয়তো হিসেবটা একরকম হচ্ছে। দ্বিতীয় ইনিংস বাকি রয়েছে। সোমবার মাঠে নেমে আউট হলে পাল্টে যেতে পারে গড়। এর পরের ইনিংসে কোনো রান করতে না পারলে তা নেমে যাবে ৯২.৪-এ। তাই অন্তত: কয়েক ঘণ্টার জন্য হলেও ব্রাডম্যানকে ছাড়িয়ে য়েতে সক্ষম হয়েছেন এই অসি ক্রিকেটার।

ওসমান খাজা ও এ্যাডাম ভোজেসের জোড়া সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ওয়েলিংটনে করেছে ছয় উইকেটে ৪৬৩ রান।



মন্তব্য চালু নেই