ব্রহ্মপুত্রে চীনা বাঁধ, দুশ্চিন্তায় ভারত

চীনা জলবিদ্যুৎ প্রকল্প চিন্তা বাড়াল ভারতের। কারণ ব্রহ্মপুত্র নদীর ওপর তৈরি ওই বাঁধ ভারত এবং বাংলাদেশে বন্যা ও ধসের পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

চীন জানিয়েছে, জলবিদ্যুৎ প্রকল্পের জন্য ব্রহ্মপুত্র নদীর ওপর বাঁধ তৈরির কাজ শেষ হয়েছে এবং বিদ্যুৎ উৎপাদনের কাজও আংশিকভাবে শুরু হয়ে গেছে। যে ইয়ারলুং জাঙ্গুম প্রকল্প ভারত এবং বাংলাদেশের চিন্তা বাড়িয়েছে, তা তিব্বতি এলাকায় অবস্থিত।

এই প্রকল্পের জেরে ভারত এবং বাংলাদেশে বন্যা এবং ধসের আশঙ্কা বেড়েছে। বাঁধের জেরে ভারত এবং বাংলাদেশে ব্রহ্মপুত্র নদীর জলপ্রবাহও থমকে যেতে পারে। আবার ভারত এ-ও আশঙ্কা করছে যে, দুই দেশের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হলে চীন অধিক মাত্রায় পানি ছাড়তে পারবে, যার ফলে দেশে বন্যার আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠবে।

তিব্বতে সমুদ্রতল থেকে ৩,৩০০ মিটার উঁচুতে অবস্থিত জাঙ্গুম জলবিদ্যুৎ স্টেশনে রোববার বিদ্যুৎ উত্‍‌পাদন শুরু হয়। চীনের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, চীনা নদী প্রকল্প নিয়ে ভারত আশঙ্কার যে প্রহর গুণছে, তা দূর করতে ইচ্ছুক চীন। সেই সঙ্গে এ-ও জানানো হয়েছে যে, পানিপ্রবাহ আটকানো তাদের উদ্দেশ্য নয়।

এই প্রকল্পের ফলে চিন্তার মেঘ দেখা গেছে তিব্বতেও। কারণ, এর ফলে হিমালয়ের সংবেদনশীল পরিবেশ প্রভাবিত হতে পারে।-ওয়েবসাইট।



মন্তব্য চালু নেই