ট্রাইব্যুনাল অবমাননা

ব্যারিস্টার ফখরুলের বিরুদ্ধে আদেশ ৩০ জুলাই

ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার অভিযোগের বিষয়ে আদেশ আগামী ৩০ জুলাই পুনঃনির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ফখরুল ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী।

রোববার এক আবেদনের শুনানি শেষে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন। ফলে এই নিয়ে সাতবারের মতো তার আদেশ পেছানো হলো।

এ সময় ব্যারিস্টার ফখরুলের পক্ষে ট্রাইব্যুনালে সময় আবেদন করেন আইনজীবী হুজ্জাতুল ইসলাম আল ফেসানী। আবেদনে ব্যারিস্টার ফখরুল কারাগারে থাকা অবস্থায় অন্তবর্তীকালীন জামিন পেতে পারেন এবং নিজে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে যাবতীয় ব্যাখ্যা উপস্থাপন করতে পারেন বলে দুই মাসের সময় চাওয়া হয়।

পরে ট্রাইব্যুনাল আবেদনটি বিবেচনা করে মামলাটির আদেশের জন্য আগামী ৩০ জুলাই দিন নির্ধারণ করেন।

উল্লেখ্য, সাকা চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁস করার অভিযোগে দায়েরকৃত মামলায় বর্তমানে কারাগারে আটক আছেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।



মন্তব্য চালু নেই