ব্যারাকেই থাকল সেনাবাহিনী

সিটি নির্বাচনে রিজার্ভ অবস্থায় সেনাবাহিনী ব্যারাকে থাকলেও তাদের মাঠে নামানো হয়নি। নির্বাচন চলাকালে বিভিন্ন কেন্দ্রে ভোটদখল, ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ হলেও সেনা নামানোর বিষয়ে ইসির পক্ষ থেকে মঙ্গলবার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এর আগে গত ২৬ এপ্রিল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছিলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে তিন-চার গুণ বেশী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ভোটারদের জন্য আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।

তিনি আরও বলেছিলেন, ‘আমরা আশা করছি, নির্বাচনে কোনো ধরনের গোলমাল হবে না। গোলমাল হলে সেনাবাহিনীর সদস্যরাও প্রস্তুত থাকবে।’

তবে ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন স্থানে কেন্দ্র দখল, ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ হয়েছে। অনেক কেন্দ্রে জালভোটের মহোৎসব দেখা গেছে। সংঘর্ষের কারণে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়।

সেনা নামানোর বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম মঙ্গলবার বলেন, ‘আগে থেকেই সেনাবাহিনী রিজার্ভ ছিল। তবে মাঠে সেনা নামানোর মতো কোনো পরিস্থিতি হয়নি। নির্বাচনকালীন পরিস্থিতি পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর নিয়ন্ত্রণে ছিল।’

নির্বাচন নিয়ে ইসি সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সন্তুষ্টি-অসন্তুষ্টির ব্যাপার না। আমাদের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা কী কারণে, কেন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এ বিষয়ে কমিশন কিছু জানে না। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চায় না।’



মন্তব্য চালু নেই