ব্যস্ত সড়কে চেয়ারে বসে পত্রিকা পাঠ

পৃথিবী এক বিচিত্র জায়গা। এখানে নানান ধরনের মানুষের বাস। প্রতিনিয়ত আমাদের চারপাশে হরেক রকম ঘটনা ঘটছে। এসব ঘটনায় আমরা কখনও অবাক হই, আবার কখনও হতাশ হই। তবে আজ এমন একটি ঘটনা বলব যা আপনাকে সত্যিই খুবই অবাক করবে।

ধরুন সকাল বেলা ঘর থেকে বেরিয়েছেন। রাস্তায় বেরিয়েই দেখলেন রাস্তাজুড়ে ভয়াবহ জ্যাম। সেসময় আপনি কি করবেন? নিশ্চয়ই গান শুনবেন, পাশের মানুষের সঙ্গে কথা বলবেন অথবা মোবাইলে গেম খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন।

কিন্তু তাই বলে নিশ্চয়ই লন চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে পেপার পড়বেন না? কিন্তু এমনটাই করেছেন যুক্তরাজ্যের ম্যাসাচুসেটস এলাকার এক ব্যক্তি। তিনি প্রচন্ড জ্যামের মধ্যে রাস্তায় চেয়ার পেতে কফি খাচ্ছিলেন আর পত্রিকা পড়ছিলেন। সেকারণে জ্যাম আরো বেড়ে গিয়েছিল। আর ওই ভিন্নধর্মী ব্যক্তির কার্যকলাপ ধারণ করে সবাইকে দেখার সুযোগ করে দিয়েছেন সেখানেই থাকা এক সাংবাদিক।

মার্কফোর্টিয়ার নামের ওই সাংবাদিক জানিয়েছেন, মঙ্গলবারের সকালের জ্যামটা সত্যিই একটু আলাদা ছিল! আর এ কারণেই হেলিকপ্টার এনে জ্যাম কমাতে হয়েছে।



মন্তব্য চালু নেই