ব্যর্থ বিপাশা…

না, দেই দেই করেও সফলতা ধরা দিল না। কপাল খারাপ বঙ্গকন্যার, অভিষেক ছবিই দর্শকের মন জয় করতে ব্যর্থ হয়েছে। বলিউডে চলছে আকাল, ওদিকে বিপাশা বসুর প্রথম হলিউড অভিযান ‘দ্য লাভার্স’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে।B3

১৩ মার্চ মার্কিন মুলুকে মুক্তি পেয়েছে এই ছবি। তবে তার আগেই গত বছর মে মাসে কান ফিল্ম ফেস্টভ্যালে ছিবিটি প্রদর্শিত হয়। পরিচালকের আশা ছিল, সর্বমহলে প্রসংশিত হবে ‌’দ্য লাভারস্’ ছবিটি। কারন তার ‘দ্য কিলিং ফিল্ডস’ ছবিটি অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিল।

শুধু ব্যবসায়িক ব্যর্থতা নয়, বোনাস হিসেবে এই ছবির কপালে জুটেছে হলিউডি সিনেমা সমালোচকদের নিন্দা। ছবির পরিচালক রোল্যান্ড জোফকেও এই ছবির জন্য বহু সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তার কাছ থেকে নাকি এতো নিন্মমানের কাজ আশা করা যায় না।

অবশ্য ‘দ্য লাভার্স’ ছবির শেষটা বেশ ভাল বলেই মেনে নিয়েছেন। অভিনেতা অভিনেত্রীরা কেউ প্রসংশার দাবীদার না হলেও খারাপ বলেনি কেউ। ছবিতে বিপাশার বিপরীতে আছেন যশ হার্টনেট। এছাড়া এলিস এঙ্গলার্ট, তামসিন এগার্টন এবং ভারতীয় অভিনেতা অভয় দেওল অভিনয় করেছেন।

প্রায় চারবছর আগে শুরু হয় ছবির শুটিং। তখন এই ছবির নাম ছিল ‘দ্য সিঙ্গুলারিটি’। পরে নাম পাল্টে ‘দ্য লাভার্স’ করা হয়।

B1



মন্তব্য চালু নেই