বোমাবাজরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত মাঠে থাকবে বিজিবি

রাজশাহী: ‘এতোদিন যারা দেশের বিভিন্ন জায়গায় পেট্রোলবোমা হামলা চালিয়ে নাশকতা করেছে তাদের চিহ্নিত করা হয়েছে। সেইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা পর্যন্ত বিজিবি মাঠে থাকবে।’

বৃহস্পতিবার সকালে নগরীর শালবাগানে ৩৭ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান সেক্টর কমান্ডারের সেমিনারকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময়কালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জোনারেল আজিজ আহমেদ তিনি এসব কথা বলেন।

সরকারের চাহিদা অনুযায়ী বিজিবি মাঠে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী দিনে বিজিবি কতো দিন মাঠে থাকবে, সেই দিনগুলোতে বিজিবির কাজ কী হবে এসব বিষয় নিয়ে আলোচনা করতেই আমার এখানে আসা। সরকার যতোদিন চাইবে ততোদিন বিজিবি সদস্যদের মাঠে থাকতে হবে। এ বিষয় বিজিবি সদস্যদের মানসিকভাবে প্রস্তুত থাকবে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘বিজিবির মূলত ৫টি কাজ। দেশের স্বর্বভৌমত্ব রক্ষা করা, সীমান্তে মাদক নিয়ন্ত্রণ করা, যুদ্ধে অংশগ্রহণ করা, অভ্যান্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করা ও সরকার যে কাজে বাহিনীকে ব্যবহার করবে সেই কাজ করা।’

সীমান্তে মাদক নিয়ন্ত্রণের বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, ‘ভরতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তুলনায় আমাদের বিজিবির সংখ্যা অনেক কম। আমাদের সীমান্তে প্রতি ১২ থেকে ১৫ কিলোমিটার দূরত্বে বিওপি ক্যাম্প অবস্থিত। ভারতের মতোও নেই কাঁটা তারের বেড়া। তবুও অক্লান্ত পরিশ্রম করে বিজিবি সদস্যরা সীমান্তে মাদক নিয়ন্ত্রণ করে থাকে। সীমান্ত দিয়ে আগে যেভাবে ফেন্সিডিল আসতো এখন তা আর আসে না।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, রংপুর রিজিওনের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান, ৩৭ বর্ডার গার্ডের সেক্টর কমান্ডার কর্নেল একেএম ফেরদৌসুল সাহাব।

বর্তমানে দুই সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে সম্পর্কের অনেক উন্নয়ন ঘটেছে দাবি করে মহাপরিচালক জানান, ২০১৪ সালে অবৈধভাবে সীমান্ত পার হওয়া ৫৭৫ জনকে ফেরত ১৫০ জন ভারতীয়কেও ফেরত দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই