বোমাবাজদের সাথে কোন সংলাপ হবে না : নাসিম

স্বাস্থ্য মন্ত্রী ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বোমাবাজদের সাথে কোন ধরনের সংলাপ হবে না।

মান্না ও খোকার ফোনালাপের ষড়যন্ত্রের বলি হয়েছেন লেখক ও ব্লগার অভিজিৎ রায়। ষড়যন্ত্র ও হত্যাকারীরা যত শক্তিশালী হোক না কেন তাদের সনাক্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।

শনিবার সন্ধায় সিরাজগঞ্জ সার্কিট হাউজ সন্মেলন কক্ষে নেতাকর্মীদের সাথে মত-বিনিময় শুরুর আগে মোহাম্মদ নাসিম আরো বলেন জামায়াত-বিএনপির হরতাল তামাশায় পরিনত হওয়ায় খালেদা জিয়া এখন বিদেশীদের কাছে ধর্ণা ধরছে। কিন্তু, আমরা কোন পরাধীন শক্তিকেই মেনে নেবে না। খালেদা জিয়ার গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই এখন ১৪ দলের মূখ্য উদ্দেশ্য।

এ সময়ে তিনি সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় আগামী ৮, ৯ ও ১০ মার্চ নাশকতার বিরুদ্ধে জাগরন সৃষ্ঠির লক্ষে ১৪ দলের পক্ষ থেকে পথসভা ও সভা-সমাবেশ কর্মসূচী পালনের ঘোষনা দেন।

সভায় জেলা আ’লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, চেম্বার সভাপতি গোলাম আবু ইউসুফ সূর্য্য,আ’লীগ নেতা আব্দুস সামাদ তালুকদার, মোস্তফা কামাল খান, অ্যাড. বিমল কুমার দাস, ইসহাক আলী, দানিউল হক দানি, অ্যাড. গোলাম হায়দার, জান্নাত-আরা-তালুকদার হেনরী প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই