‘বোঝে না সে বোঝে না’ মিমির ব্যক্তিগত এ্যালবামের কিছু ছবি ও ভিডিও

‘বোঝেনা সে বোঝেনা’ খ্যাত অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে সম্প্রতি ঝড় উঠেছে টলিউড পাড়ায়। কেন এই ঝড়? অবশেষে আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে মুখ খুললেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী।

মিমি নাকি বিয়ের পিড়িতে বসছেন, এ নিয়ে বাজারে উঠেছে নানা গুঞ্জন আর ঝড়। দীর্ঘদিন ধরেই রাজ চক্রবর্তীর সঙ্গে মিমির প্রেমের গুজব ভাসছে টালিগঞ্জের আকাশে বাতাসে। ‘বাঙালি বাবু ইংলিশ মেম’ ছবির শ্যুটিংয়ে নাকি নায়ক সোহমের চেয়ে পরিচালক রাজের সঙ্গেই বেশি রোমান্টিক ছিলেন মিমি। এমনকি ‘যোদ্ধা- দ্য ওয়ারিয়র’ ছবির শ্যুটিংয়ে প্রত্যক্ষদর্শীরা এমন সব কাহিনীর বর্ণনা করেছেন, যাতে প্রেমের খবরটা আর নিতান্ত গুজব থাকেনি। প্রেম নিয়ে লুকোচুরি করলেও রাজের সঙ্গে ঘনিষ্ট সম্পর্কের কথা অস্বীকার করেননি মিমি।

আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য নিম্নে মিমি সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা হলো :

মিমি চক্রবর্তী

জন্ম : ১১ই ফেব্রুয়ারি, ১৯৮৩ (বয়স ৩০)
জলপাইগুড়ি, পশ্চিম বাংলা, ভারত
জাতীয়তা : ভারত
পেশা : চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী
পিতা-মাতা : তাপসী চক্রবর্তী

মিমি চক্রবর্তী (ইংরেজি: Mimi Chakrabarty) বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। গানের ওপারে ধারাবাহিকের ‘পুপে’ চরিত্রের মাধ্যমে সবার চোখে আসেন।

ব্যক্তিজীবন :

১১ই ফেব্রুয়ারি, ১৯৮৩ উত্তর বাংলার জলপাইগুড়িতে জন্মগ্রহন করেন মিমি।  তিনি অরুণাচল প্রদেশের তিরাপ জেলায় তার শৈশব কাটান। তবে পরে তিনি জলপাইগুড়িতে ফিরে আসেন। তিনি বিন্নাগুড়ির সেন্ট জেমস্‌ স্কুল-এ শিক্ষালাভ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়-এর অন্তর্গত আশুতোষ কলেজ-এ ইংরেজিতে গ্রাজ্যুয়েট হন।  তাঁর একটি পোষ্য কুকুর আছে, যার নাম “চিকু”। একে নিয়েই তিনি থাকেন।

কর্মজীবন

মিমি চলচ্চিত্রে অভিনয় করার পূর্বে একজন মডেল ছিলেন। তিনি ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে অংশগ্রহন করেন। তার অভিনয়ের শুরু চ্যাম্পিয়ন ছবিতে, যদিও সে এই চলচ্চিত্রে গৌণ ভূমিকায় অভিনয় করে। তার ২য় আবির্ভাব গানের ওপারে ধারাবাহিকে। এই ধারাবাহিকের খ্যাতি তাকে আলোয় এনে দেয়। গানের ওপারের চিত্রনাট্য লেখে বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ধারাবাহিক নির্মিত হয়। এই ধারাবাহিকে আরো অনেক বিখ্যাত ব্যক্তি অভিনয় করেন।

৭ই ডিসেম্বর, ২০১২ তারিখে মুক্তিপ্রাপ্ত বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু।

ধারাবাহিক

গানের ওপারে মূলত দুই শিল্পীঃ বোহেমিয়ান গোরা ও পুপের রবীন্দ্রনাথের গানের প্রতি ভালবাসা ও নানা বিষয় নিয়ে তৈরি হয়। প্রসেনজিত চট্টোপাধ্যায়ের প্রোডাকশনস্‌ হাউজ আইডিয়াস ক্রিয়েশনস্‌ -এর প্রযোজনায় নির্মিত এ ধারাবাহিক প্রচারিত হয় স্টার জলসা্‌য়। এই কাজে পশ্চিম বাংলার চলচ্চিত্র শিল্পের অনেকেই যুক্ত ছিলেন।

মিমি ‘পুপে’ চরিত্রে অভিনয় করেন। এ ধারাবাহিকে তাকে বিভিন্ন রবীন্দ্রসংগীত গাইতে দেখা যায়। বিভিন্ন স্থানে তার অভিনয় সত্যিই চমৎকার ছিল এবং সকলের প্রশংসাও অর্জন করে।

চলচ্চিত্র

বাপি বাড়ি যা চলচ্চিত্রে মিমি ‘দোলা’ চরিত্রে অভিনয় করেন। আইডিয়াস ক্রিয়েশনস্‌ – ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস্‌ এর প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র মিমির বিপরীতে ছিলেন সব্যসাচী চক্রবর্তী-এর ছেলে অর্জুন চক্রবর্তী। অর্জুন এই চলচ্চিত্রের মুখ্য অভিনেতা (বাপি) ছিলেন। অর্জুন গানের ওপারেতেও অভিনয় করেছিলেন।

10896395_761558110589250_7407095075509646656_o

প্রথম সিনেমা ‘বাপি বাড়ি যা’ তে তার সাহসী ও খোলামেলা অভিনয় তাকে চিনিয়ে দেয় সবাইকে

https://www.youtube.com/watch?v=f0Q9Y-K6IeE&feature=player_detailpage

বোঝেনা সে বোঝেনা চলচ্চিত্র দুটি ভিন্ন জীবনের গল্পকে এক করে করা হয়েছে। এই ছবিতে মিমি ছাড়াও আরো অভিনয় করেছেনঃ সোহম চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, পায়েল সরকার। মিমির বিপরীতে সোহম চক্রবর্তী অভিনয় করেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে নির্মিত এই ছবি পরিচালনা করেন রাজ চক্রবর্তী। ডিসেম্বর, ২০১২ সালে এই ছবি মুক্তি পায়। এই ছবি অত্যন্ত বিখ্যাত হয়।

আগস্ট, ২০১৩ সালে মুক্তি পেয়েছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে নির্মিত ও রাজ চক্রবর্তীর পরিচালনায় প্রলয়। এই ছবিতে আরো অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায় ও পরাণ বন্দ্যোপাধ্যায়। সত্যি কাহিনীর ওপর নির্মিত এ চলচ্চিত্র প্রশংসিত ও বিখ্যাত হয়।10941846_768178486593879_207952817135849671_n

এরপরে ২০১৪ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত বাঙালী বাবু ইংলিশ মেম চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। রবি কিনাগীর পরিচালনায় ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় এই চলচ্চিত্রে তার বিপরীতে ছিলেন সোহম চক্রবর্তী। এটি বক্স অফিসে তেমন আলোড়ন সৃষ্টি করতে না পারলেও খ্যাতি পায়।

২০১৪ সালের ৪ঠা জুলাই আবারও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় ও সোহম চক্রবর্তীর বিপরীতে গল্প হলেও সত্যি চলচ্চিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি পরিচালনা করেন বিরসা দাশগুপ্ত।

আরও আসছে রাজ চক্রবর্তী পরিচালিত, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত মাগাধীরার পুনঃনির্মাণ যোদ্ধা-দ্য ওয়ারিয়র চলচ্চিত্রটি। এতে তিনি প্রথমবারের মত অভিনয় করবেন দেবের বিপরীতে।

টেলিভিশনের কাজ

আকাশ বাংলা টিভিতে চ্যাম্পিয়ন
স্টার জলসা চ্যানেলে গানের ওপারে (২০১০-১১)

অভিনীত চলচ্চিত্র

111111111111111111

পুরস্কার :

টেলিসম্মান অ্যাওয়ার্ড, ২০১১-টেলিকণ্যা।

বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড, ২০১১-রাইজিং স্টার (নারী)।

https://www.youtube.com/watch?v=upfzdvb79Zs&feature=player_detailpage

মিমির কিছু এক্সক্লুসিভ ছবি

10980703_774208852657509_1333628244920005227_n

10959845_772596492818745_94951931799525094_n

10959845_772596492818745_94951931799525094_n

10958296_774208762657518_4669257496855723284_n

10957552_769704283107966_2598117079921148308_n

10940495_764433990301662_1155892310180657663_n

10945648_768086266603101_8291477097631379667_n

10947403_772981402780254_4889788383312476638_o

10955239_771200156291712_2786546510739180027_n

10931345_766444086767319_296662743253682447_n

10926435_770517786359949_6659733899242626935_n

10926393_765810260164035_1748225067557467984_n

10911363_760513890693672_3344167849936157312_o

10896914_763164440428617_5832885630931272734_n

10896983_764134980331563_3006311955649757865_n

10906019_759064397505288_3391133191758384414_n
10891516_768615309883530_7972401573817069748_n

10888477_752414081503653_7365653608478014781_n

10885192_762352193843175_918590377331661455_n

10857355_765034733574921_8298205785013396776_o

10407901_762764703801924_9182977351909935733_n

10428451_730705537007841_8737652225682623319_n

10635933_773698142708580_1740352927647634762_n

10683619_766845726727155_2341454783494709177_o

10828000_769436533134741_6316317489902647004_o

10407613_772318259513235_6261118847201355044_n

10406928_773408162737578_6482057422377203301_n

10406598_766689846742743_8669454401720002249_n

10393746_774208905990837_6761212459513496434_n

10384915_771859516225776_4865620035731586720_n

1912072_771542779590783_4139951575506255475_n

1966729_769142956497432_5087665538335637092_n

10003295_757041224374272_1040339189463266685_n

10313283_760840570661004_7276745323697963923_n

10314474_767481489996912_3678981953286294814_n

1888630_770344569710604_406944551138233324_n

1620990_755184917893236_1311175347705328285_n

1549449_763721970372864_798129237964759552_n

1514334_774208789324182_8581395339098350775_n

1510354_768852969859764_538039118887499676_n

1012959_760059554072439_2815360749999137216_n

67354_731979660213762_2474593722757582893_n

1464646_737687439642984_1665600068539374840_n

1503357_773226939422367_765098210469447915_n



মন্তব্য চালু নেই