বেসরকারি হাইস্কুলের সঙ্গে প্রাইমারি নয়

বেসরকারি হাইস্কুল সংযুক্ত প্রাইমারি স্কুল খোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার বিকেলে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

সহকারী সচিব অসীম কুমার কর্মকার স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত বৈঠকের আলোকে একটি আদেশ ইতিপূর্বে জারি করা হয়েছিল। সেটি সংশোধন করা হয়েছে।

এ আদেশে আরো বলা হয়েছে, যেসব বেসরকারি হাইস্কুলের সঙ্গে প্রাইমারি স্কুল সংযুক্ত আছে সেখানে এমপিওভুক্ত শূন্য পদে ১৯৮২ সালের জনবল কাঠামো অনুযায়ী বেসরকারি হাইস্কুলের সঙ্গে প্রাইমারি স্কুলে শিক্ষকদের এমপিওভুক্ত করা যাবে। তবে এসব বিদ্যালয়ে আর কোনো পদ সৃষ্টি করা যাবে না। এ ধরনের প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন-ভাতা অব্যাহত থাকবে।



মন্তব্য চালু নেই